সড়ক দুর্ঘটনায় সিলেটে ১ যুবকের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর মুছারগাঁও এলাকায় পাজেরো জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত রাজিব দক্ষিণ সুরমার বলদী গ্রামের ইউসুফ মিয়ার পুত্র। এ ঘটনায় একই গ্রামের মৃত মাসুক মিয়ার পুত্র শামসুক হক রুবেল নামের আরেক যুবক আহত হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, শুক্রবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে দুই বাহনের মধ্যে সংঘর্ষ হলে তারা দু’জন আহত হন। তাদের ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান