ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও অন্তত অপর ২০ জন আহত হয়েছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা টেলিফোনের মাধ্যমে সিনহুয়াকে এ কথা জানান।
পুলিশ সুপারিনটেন্ডেন্ট অমরেন্দ্র প্রতাপ সিং জানান, কান্নুজ জেলায় স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে একটি বেসরকারি বাস এক যানবাহনকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, বাসটি বিহার রাজ্যের পূর্বাঞ্চলীয় দরভাঙ্গা জেলা থেকে দিল্লি যাচ্ছিল। সংঘর্ষে ৪০ জন যাত্রীসহ বাসটি মহাসড়কে উল্টে যায়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান