সড়ক দুর্ঘটনা রোধে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ অংশে যৌথ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আজ সকাল সাড়ে ৯টায় অতিরিক্ত গতিসম্পন্ন যানবাহন ও ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।
উর্ধ্বগতির যানবাহনের গতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা, নাথেরপেটুয়া ও বিপুলাসার বাজার এলাকায় গতি পরিমাপক যন্ত্র নিয়ে অভিযান পরিচালনা করেন লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় দুর্ঘটনাপ্রবণ এলাকায় ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতির যানবাহন, ব্যাটারি চালিত অটোরিকশা এবং আঞ্চলিক মহাসড়কে উপর নির্মাণসামগ্রী ও ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য রাখার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। যৌথ অভিযান পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার নাজিয়া হোসেন ও লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাহমুদুল হাসান।
এ বিষয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাহমুদুল হাসান বাসসকে বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা রোধে আমাদের এ অভিযান চলছে। অতিরিক্ত গতিসম্পন্ন যানবাহন এবং ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। সড়কে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন, নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।