আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক খাতে মোট ২০ হাজার ৮১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যা মোট বাজেটের ১২ শতাংশ।
বৃহস্পতিবার(৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী এ প্রস্তাব পেশ করেন ।
চলতি ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক খাতে মোট ১৭ হাজার ৩১৭ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। যা মোট প্রস্তাবিত বাজেটের ১১ দশমিক ৭ শতাংশ। এই বরাদ্দের মধ্যে অনুন্নয়ন খাতে ২ হাজার ৮৭৬ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১৬ হাজার ৮২০ কোটি টাকা।
এই হিসাবে চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে সড়ক পরিবহন ও মহাসড়ক খাতের বরাদ্দ ৩ হাজার ৫০০ কোটি টাকা বাড়ানো হয়েছে।
আরজেড/