তিন দিনের টানা বর্ষণে রাজধানী ঢাকার অনেক এলাকাই জলমগ্ন হয়ে পড়েছে। বেশিরভাগ এলাকার রাস্তঘাটই ডুবে গেছে কার্তিকের বৃষ্টিতে। এই অবস্থায় বিপাকে পড়েছেন রাজধানীবাসী। বিশেষ করে ২১ অক্টোবর শনিবার অফিসগামীরাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। কেউ কেউ কোনো রকমে বাসা থেকে বের হয়ে নগরবাহনে উঠে বসলেও গন্তবে নেমে পড়ছেন বিপদে।
তবে নাগরিকদের এই ভোগান্তির দিনে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় অভিনব সহায়তা দিচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
২১ অক্টোবর শনিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সামনের জলাবদ্ধ এলাকা পাড়াপাড়ে বিশেষ ‘নৌকা সেবা’ শুরু করেছে ফায়ার সার্ভিস।
সরেজমিনে দেখা গেছে, জাহাজে যেসব লাইফবোট ব্যবহার করা হয় তেমন দুইটি নৌকায় করে সাধারণ মানুষকে জলমগ্ন এলাকা পাড়াপাড়ে সহায়তা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
লাইফবোটগুলোতে একবারে চার-পাঁচজন মানুষ উঠছেন। আর ফায়ার সার্ভিসের সদস্যরা রশি দিয়ে সেই বোট টেনে নিয়ে তাদের জলমগ্ন এলাকা পাড়াপাড়ের ব্যবস্থা করছেন। তবে পাড়াপাড়ে কোনো ধরনের টাকা পয়সা রাখছে না ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্কোয়ার্ডন লিডার ফারুক আহমেদ জানান, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে মানুষ ভোগান্তিতে পড়েছেন। বৃদ্ধ, নারী ও শিশুরাই বেশি কষ্ট পাচ্ছেন। তাই তাদের সহায়তায় ফায়ার সার্ভিস এই উদ্যোগ নিয়েছে।
ফারুক আহমেদ জানান, আজ মতিঝিলের দুইটি এলাকায় এই ধরনের সেবা দেওয়া হচ্ছে।
তিনি জানান, আরামবাগ এলাকায় নটরডেম কলেজের সামনে একটি ইউনিট এই সেবা দিচ্ছে। আরেকটি ইউনিট সেবা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে।
এ বছর বর্ষার শুরু থেকেই বৃষ্টি রাজধানীর ঢাকাবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই নগরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার বিকেল থেকে থেমে থেমে টানা বৃষ্টি হচ্ছে। দ্রুত পানি নিষ্কাষণের ব্যবস্থা না থাকায় রাজধানী জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরিচিত এ সমস্যা নগরবাসীর জন্য ফের চরম দুর্ভোগের কারণ হয়েছে। ডুবন্ত রাস্তায় রিকসা তো দূরে পায়ে হেটে চলাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।
শনিবার বেলা ১২টা পর্যন্ত রাজধানী ঘুরে দেখা গেছে, উত্তরা, কুড়িল, খিলগাঁও, রাজারবাগ, মালিবাগ মোড়, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, কমলাপুর, বাসাবো, গুলিস্তান, পল্টন কালভার্ট রোডসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একই অবস্থা বাড্ডা, ভাটারা, মেরুল, আফতাবনগর, রামপুরা, নতুন বাজার, এলাকায়। এছাড়াও যাত্রাবাড়ী, শনিরআখড়া, শেখদী, শ্যামপুর, রায়শাবাজার, মুগদা, হাজারীবাগ, মিরপুর কাজীপাড়া, শেওড়াপাড়া, সায়েন্সল্যাব, মোহাম্মদপুর এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি এখন পর্যন্ত স্থল নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। দেশের ৪ সমুদ্রবন্দর চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। আর নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ২১ অক্টোবর ২০১৭