হংকংয়ের জাতীয় সংসদে সরকারি দলের একজন সদস্যের ওপর হামলা চালিয়েছেন বিরোধীরা। বেইজিংপন্থী সরকারি দল সংসদীয় কমিটির নিয়ন্ত্রণ নেয়ার পর বিরোধীরা ক্ষিপ্ত হয়ে আজ (সোমবার) এই মারামারির সূচনা করেন।
বেইজিংপন্থী সরকারি দলের সদস্য চ্যান কিন পোর সংসদীয় কমিটির নতুন নেতা নির্বাচনের জন্য সভাপতিত্ব করার প্রস্তুতি নিতে গেলে বিরোধীরা হামলা চালায়। এতে একজন সংসদ সদস্য সামান্য আহত হন।
নিরাপত্তারক্ষীদের বাধার মুখে বিরোধী সংসদ সদস্যরা বড় রকমের মারামারি সূচনা করতে পারেন নি। ভিডিওতে দেখা যাচ্ছে অন্তত একজন সংসদ সদস্যকে সরিয়ে নেয়া হচ্ছে এবং তিন সদস্য ফ্লোরে পড়ে গেছেন।
এর আগে, দীর্ঘদিন ধরে হংকংয়ের রাস্তায় চীন-বিরোধী বিক্ষোভ হয়েছে। একটি আইন পাসকে কেন্দ্র করে এই বিক্ষোভ হয় যাতে বলা হয়েছিল সন্দেহভাজন অপরাধীদেরকে বিচারের জন্য চীনের মূল ভূখণ্ডে পাঠানো যাবে। অবশ্য পরে সে বিল স্থগিত করা হয়েছে।