চীনের পর হংকং দ্বিতীয় জায়গা যেখানে মঙ্গলবার করোনাভাইরাসে এক ব্যক্তি মারা গেছে। এর আগে ফিলিপাইনে প্রথম এক ব্যক্তি মারা যায়। মেডিক্যাল কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু নিশ্চিত করেছে। মৃত ব্যক্তি হংকংয়ের বাসিন্দা। সে গত মাসে উহান ভ্রমণ করে। সেখান থেকে ২৩ জানুয়ারি দ্রুতগতির ট্রেনে করে বাড়ি ফেরে। গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে চীনজুড়ে প্রায় ২০ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত। এছাড়া প্রায় ২০টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান