হংকং বিমানবন্দর অভিমুখী একটি বাসের সাথে একটি ট্যাক্সির সংঘর্ষে শুক্রবার ভোরে পাঁচজন নিহত ও ৩২ জন আহত হয়েছে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তিসিং ই দ্বীপে এ সড়ক দুর্ঘটনায় ট্যাক্সিটির পেছনের অর্ধেক দুমড়ে-মুচড়ে গেছে এবং বাসটির সামনের অংশের ক্ষতি হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় ট্যাক্সি চালক ও বাসের চার যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে দু’জন নারী রয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এটি একটি টুরিস্ট বাস হলেও দুর্ঘটনার সময় এতে করে বিমানবন্দরে যাওয়া কর্মীদের বহন করা হচ্ছিল। একটি সুড়ঙ্গ পথের বহির্মুখের কাছে দুর্ঘটনাটি ঘটে।
টেলিভিশনের ভিডিও ফুটেজে আহতদের রাস্তার পাশে প্রাথমিক চিকিৎসা দিতে দেখা যায়। পরে তাদেরকে হাসপাতালে নেয়া হয়।
দি সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
বাসের এক যাত্রী জানান, বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তার পাশে থেমে থাকা একটি ট্যাক্সিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।