হংকংয়ের উত্তরের জেলা ইউয়েন লংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।
গত সপ্তাহে গণতন্ত্রপন্থিদের ওপর মুখোশ পরিহিত সশস্ত্র ব্যক্তিদের হামলার প্রতিবাদে শনিবার কয়েক হাজার লোক বিক্ষোভ বের করলে এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের দাবি, পুলিশ এসব হামলার ঘটনায় চোখ বন্ধ করে রেখেছে এবং হামলাকারীদের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে। পুলিশ অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করেছে।
আজকের বাজার/লুৎফর রহমান