হংকংয়ে সোমবার সকালে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিক্ষোভকারীরা নগরী জুড়ে ধর্মঘটের ডাক দেয়ার পর এসব ফ্লাইট বাতিল করা হলো।
এদিকে কর্তৃপক্ষ সম্ভাব্য হয়রানির ব্যাপারে যাত্রীদের সতর্ক করে দিয়েছে। খবর বাসস।
খবরে বলা হয়, সোমবার সকালে বিমানবন্দর ছেড়ে যাওয়ার তালিকায় থাকা কমপক্ষে ১০৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিমানবন্দরের এক মুখপাত্র এসব ফ্লাইট বাতিলের কোন কারণ জানাতে পারেননি।
বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়,‘বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদেরকে তাদের ফ্লাইটের ব্যাপারে সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান