হংকং এর অবরুদ্ধ পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বলেছেন তিনি পুলিশের সঙ্গে একটা সমঝোতায় পৌছেছেন।
টেং জিন গুয়াং বলেছেন শত শত প্রতিবাদকারী যারা ক্যাম্পাসের ভেতরে আটকা পড়েছে, পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে বেরিয়ে যেতে দেবে।
টেং বলেন তিনি পুলিশের কাছ থেকে এই আশ্বাস পেয়েছেন যে প্রতিবাদকারীরা যদি সহিংস তৎপরতা না চালায়, পুলিশ শক্তি প্রয়োগ করবে না। এটা এখনও সুস্পষ্ট নয় যে এই সন্ধি কখন কার্যকর হবে।সূত্র:ভিওেএ
আজকের বাজার/লুৎফর রহমান