ক্রিকেটে বাংলাদেশের প্রিয় ফরম্যাট বলা হয় ওয়ানডেকে। ওয়ানডেতে পরাশক্তি হয়ে উঠলেও টেস্ট ও টি-টুয়েন্টিতে এখনো ধারাবাহিক হতে পারেনি টাইগাররা। গত দশকে মাত্র ১০টি টেস্টে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। অন্যদিকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টুয়েন্টিতে জয়ের হারে বাংলাদেশ পিছিয়ে রয়েছে হংকং, কেনিয়া, নেপাল ও আরব আমিরাতের চেয়েও।
২০১০-২০১৯-এ দশ বছরে বাংলাদেশ খেলেছে মোট ৭৯টি টি-টুয়েন্টি। এর মধ্যে জিতেছে মাত্র ২৭টি ম্যাচে। ৫০টিতেই হারের মুখ দেখেছে তারা। টাইগারদের জয়ের হার ৩৫.০৬ শতাংশ। টি-টুয়েন্টির প্রথম ২০টি দেশের মধ্যে জয়ের হারে বাংলাদেশের পেছনে রয়েছে কেবল জিম্বাবুয়ে। ৬৭ ম্যাচের মাত্র ১৬টিতে জয় পেয়েছে তারা, জয়ের হার ২৪.৬২ শতাংশ। অন্যদিকে গত দশকে নেপালের জয় ৫০ শতাংশ, ওমানের ৪৩.৭৫, সংযুক্ত আরব আমিরাতের ৪৪.১৮, নেদারল্যান্ডের ৫৪.৪৭, হংকংয়ের ৩৭.১৪, কেনিয়ার ৪৬.৬৬।
অন্যদিকে এ দশকে সর্বোচ্চ হারে টি-টুয়েন্টি ম্যাচ জিতেছে আফগানিস্তান। তাদের জয়ের হার ৬৭.৬৪ শতাংশ। ৭৮ ম্যাচের ৫৩টিতেই জয় পেয়েছে তারা। তালিকায় আফগানিস্তানের পরেই রয়েছে ভারত। ১০৬ ম্যাচের ৬৮টিতে জয় পেয়েছে তারা, জয়ের হার ৬৫.৩৮ শতাংশ। এছাড়া তৃতীয় সর্বোচ্চ হারে টি-টুয়েন্টি জিতেছে দক্ষিণ আফ্রিকা। তারা ৮৯টি ম্যাচ খেলে ৫৮.৫২ শতাংশ ম্যাচই জিতেছে।
গত দশকে সর্বোচ্চ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে পাকিস্তান। তারা মোট ১২২ টি ম্যাচ খেলেছে। এ সময় ৫৭.৮৫ হারে সর্বোচ্চ ৬৯টি ম্যাচ জিতেছে দলটি। পাকিস্তান ছাড়া ১০০-এর অধিক ম্যাচ খেলেছে শুধু ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত ১০৬টি ও ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ১০১টি ম্যাচ।
আজকের বাজার/আরিফ