হং কং এর গণতন্ত্রপন্থী আন্দোলের প্রতি সমর্থন ব্যক্ত করলো দক্ষিণ কোরিয়ার ছাত্র সমাজ

হং কং এর গণতন্ত্রপন্থী আন্দোলের প্রতি সমর্থন ব্যক্ত করলো দক্ষিণ কোরিয়ার ছাত্র সমাজ। তাদের ধারণা ১৯৮০ সালে দক্ষিণ কোরিয়াকে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ওই একই ধরণে সংগ্রাম করতে হয়েছিল।

সাম্প্রতিক মাসগুলিতে ছাত্র সমাজ, হং কং’র আন্দোলনের প্রতি সমর্থন জানাতে সমাবেশের আয়োজন করেন। স্টেন্ড ফর ফ্রিডম, স্টেন্ড উইত হং কং এবং স্টপ পুলিশ ব্রুটালিটি প্ল্যাকার্ড বহন করে একাত্মতা ঘোষণা করেন।খবর ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান