কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের প্রতিনিধি দলের বৈঠক আপাতত হচ্ছে না। পরবর্তীতে বৈঠকের সময় জানানো হবে। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, মিটিং আপাতত হচ্ছে না, পরবর্তীতে সময় জানানো হবে।
এর আগে আন্দোলনকারীদের গণপদযাত্রা এবং অবরোধ কর্মসূচি সংঘর্ষে রূপ নিলে ঘটনাস্থলে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি জানেন। তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে। জাহাঙ্গীর কবির নানক আরও বলেছিলেন, আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হবে। যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এই আশ্বাসের পর বৈঠক ভেস্তে যাওয়ায় নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে। এদিকে ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে মোতায়েন অতিরিক্ত পুলিশ। টিএসসি এলাকায় আসার পর পুলিশ সদস্যরা ফুটপাতের সব দোকান তুলে দেয়।
এস/