হজ ও ওমরাহ পালনকারীদের জন্য আধুনিক প্রযুক্তির সেবা আনছে সৌদি আরব। এখন হজ যাত্রীরা তাদের টিকেট বুকিং ও অন্যান্য কার্যক্রম নিজ নিজ দেশের অনুমোদিত হজ অফিসে বসেই সারতে পারবেন।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে আরব নিউজ। কর্তৃপক্ষের দাবি এতে একসঙ্গে সব সেবার সুবিধা পাবেন মক্কায় আগত তীর্থযাত্রীরা।
প্রতিবেদনটি থেকে জানা যায়, মন্ত্রণালয় তীর্থযাত্রীদের জন্য সব স্তরে প্রয়োজনীয় স্বচ্ছতা অর্জনের চেষ্টা করছে। আর ইলেকট্রনিক উপায়ে হজযাত্রার সেবা দেওয়ার মাধ্যমে এর পথ খুলছে।
জানা গেছে, মন্ত্রণালয় ইতোমধ্যে তাদের কাজ সমন্বিত ইলেকট্রনিক পদ্ধতিতে স্থানান্তর করছে। হজ যাত্রীদের সৌদি আরব আসা থেকে যাওয়া পর্যন্ত তাদের যত সেবা দেওয়া হবে সবটার জন্যই এই ইলেকট্রনিক পদ্ধতিটি সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে চায়। সেবাদাতা ও গ্রহণকারীদের থেকে এমন সেবার প্রতিক্রিয়া নেওয়াও শুরু করেছে মন্ত্রণালয়।
সূত্রটি জানিয়েছে, সমন্বিত ইলেকট্রনিক ব্যবস্থায় হজ ভিসার সঙ্গে বিভিন্ন সেবা সংযুক্ত করা হবে। এ ব্যবস্থায় ভিসার সঙ্গে আবাসন, পরিবহন ও খাবার সরবরাহ সেবা দেশটিতে অবস্থান করা হজযাত্রীদের দেখানো হবে।
এসব সেবা দিতে কোনো অবহেলা বা নিয়ম লঙ্ঘন করলে তা মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ করার ব্যবস্থাও রয়েছে।
অপরদিকে গত রোববার এ সমন্বিত ইলেকট্রনিক ব্যবস্থা ও সংশ্লিষ্ট একটি কর্মশালার পৃষ্ঠপোষকতা করছেন সৌদি আরবের সহকারি হজ মন্ত্রী ড.আব্দুল ফাত্তাহ বিন সোলায়মান মুশাত। তিনি জানান, এই কর্মশালার মাধ্যমে ইলেকট্রনিক সেবাটিকে আরো উন্নত করা হবে। যার মাধ্যমে তীর্থযাত্রী ও সারা বিশ্বের মুসলিমদের সহজ ও আরামদায়ক উপায়ে হজ ও ওমরাহ পালন করতে পারবে।
আজকের বাজার:এলকে/এলকে ২৮ নভেম্বর ২০১৭