হজের প্রথম ফ্লাইট ৪ জুলাই

সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে প্রথম বেসরকারি হজ ফ্লাইট আগামী ৪ জুলাই ছাড়বে বলে জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

শনিবার নয়াপল্ট‌নের হো‌টেল ভি‌ক্টো‌রিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এবার হজ ফ্লাইট শেষ হবে আগামী ৫ আগস্ট। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট থেকে আর শেষ হবে ১৪ সেপ্টেম্বর।

সংবাদ সম্মেলনে ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট বাড়ানোর জন্য বিমান বাংলাদেশের প্রতি অনুরোধ করা হয়।

এছাড়া, বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাড়ানোর জন্য সিভিল এভিয়েশনকে উদ্যোগ নিতে আহবান করেন হাব সভাপতি তসলিম।

আজকের বাজার/এমএইচ