রাজধানীর আশকোনায় হজক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ জুলাই শনিবার সকালে হজযাত্রীদের উপস্থিতিতে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী এ সময় দেশের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীকে শুভেচ্ছা জানান।
উল্লেখ, আগামী ২৪ জুলাই সোমবার সকাল ৮টায় সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে। ওই দিন সকাল ৭টা ৫৫ মিনিটে (বিজি- ১০১১) ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী যাবেন। একই দিন যাবে সাউদিয়া এয়ারের একটি ফ্লাইট।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ যাত্রীদের বিদায় জানাবেন।
চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে যাবেন ৬৩ হাজার ৫৯৯ জন। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত ফ্লাইটেও কিছু হজ যাত্রী পবিত্র ভূমিতে যাবেন।
আজকের বাজার: এলকে/এলকে ২২ জুলাই ২০১৭