বিশ্বজুড়ে করোনাভাইরাস প্রাদুর্ভাব বিবেচনা করে হজ নিবন্ধনের সময়সীমা আরও বাড়িয়ে ১৬ এপ্রিল করেছে সরকার। বুধবার এ সংক্রান্ত নোটিশ জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া হজের উদ্দেশ্যে অর্থ উত্তোলন থেকে বিরত থাকতে বলেছে সরকার।
গত ২ মার্চ থেকে দেশে হজ নিবন্ধন শুরু হয়। পরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা বিবেচনা করে সরকার নিবন্ধনের সময়সীমা ৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করে। এ বছর ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জনের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১৭ হাজার ১৯৮ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার