প্রেসিডেন্ট ট্রাম্প অপ্রত্যাশিতভাবে শনিবার সামরিক হাসপাতালে যান বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার জন্য। আগামী বছরের আসন্ন নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত ব্যস্ত হয়ে পড়বেন এই আশংকায় তিনি আগাম এই পরীক্ষা করিয়ে নিচ্ছেন বলে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে। গত বছর তাঁর সরকারি চিকিৎসক, নেভি কমান্ডার, সিন কেনলি তাঁকে সম্পূর্ণ ফিট বলে দাবী করেছিলেন।
৭৩ বছর বয়সী, প্রেসিডেন্ট ট্রাম্প রেড মিট ও বার্গার খেতে পছন্দ করেন, তবে এলকোহল বা ধূমপানের প্রতি তাঁর কোনোই আসক্তি নেই।খবর:ভিওএ
আজকের বাজার/লুৎফর রহমান