বিভিন্ন কারণে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ায় সমস্যা হয়। মূলত মস্তিষ্ক প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ পেলে শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারে। মস্তিষ্কে রক্ত চলাচলের কোনো অসুবিধা দেখা দিলে অজ্ঞান হয়ে পড়ার সমস্যা হতে পারে। তবে সাবধানতা দিতে পারে মুক্তি। কারণ জানা থাকলে সাবধান হওয়াও সহজ। তাই জেনে নেওয়া যাক এমন কিছু কারণ।
১. স্ট্রোক বা মস্তিষ্কে রক্তরণ হলে
২. মস্তিষ্কে টিউমার হলে
৩. মেনিনজাইটিস বা মস্তিষ্কে সংক্রমণ হলে
৪. শরীরের পানি ও লবণের ঘাটতি বেশি হলে
৫. রক্তে সুগারের মাত্রা অনেক কমে গেলে
৬. নেশাজাতীয় পণ্য ব্যবহারে
৭. কিছু মানসিক রোগের ওষুধ ব্যবহারে, আবার কিছু ওষুধ হঠাৎ বন্ধ করে দিলে
৮. অতিরিক্ত গরম, বেশি মানুষের ভিড়ে
৯. অপুষ্টি, টানা উপবাসে থাকলে
১০. হঠাৎ ভয় পেলে
১১. খুব বেশি জ্বর হলে
১২. এপিলেপ্সি বা মৃগী রোগে
১৩. বজ্রপাত হলে
১৪. ইলেকট্রিক শক লাগলে
১৫. হিটস্ট্রোক হলে
অজ্ঞান হওয়ার আগে দেহে যা ঘটে
১. চেহারা ফ্যাকাসে হয়ে যায়
২. শরীর হঠাৎ ঠান্ডা হয়ে যায়
৩. অস্বাভাবিকভাবে ঘামতে থাকে
৪. মাথা ঘোরে বা মাথাব্যথা
৫. সামনের সব বস্তু ঝাপসা বা অন্ধকার দেখা
৬. বমি বমি ভাব
৭. পাল্স কমে যাওয়া
৮. দ্রুত শ্বাস-প্রশ্বাসের সমস্যা হওয়া