হঠাৎ ঢাকা সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্টের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেনিয়েল এন রোজেনব্লাম। গতকাল রোববার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। রোজেনব্লাম মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর দায়িত্বে রয়েছেন।
সোমবার ও আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, নাগরিক সমাজ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে তাঁর মতবিনিময়ের কথা রয়েছে।
মায়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন ও বাস্তচ্যুত নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব সম্প্রদায়ের গভীর উদ্বেগ ও পর্যবেক্ষণ রয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তা ডেনিয়েল এন রোজেনব্লামের সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।
আজকের বাজার:এসএস/২৯জানুয়ারি ২০১৮