ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার রাতে ভারি বৃষ্টি ও মুহুরী নদীতে উজানের পানি বেড়ে গিয়ে সৃষ্ট বন্যায় ফুলগাজী ও পরশুরামে তিনটি স্থানে বাঁধ ভেঙেছে। ফলে বন্যার পানিতে ভেসে গেছে লোকালয়।
এ অবস্থায় এই দুই উপজেলায় আজ মঙ্গলবার উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের শিক্ষা বিভাগ এবং জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্র। আজ সকাল ১০টায় এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, মুহুরী নদীর বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আজকের পরীক্ষা স্থগিতের ব্যাপারে কুমিল্লা শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড ও ভোকেশনাল বোর্ডকে চিঠির মাধ্যমে অবগত করি। এরই পরিপ্রেক্ষিতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবার ফুলগাজীতে চারটি ও পরশুরামে দুইটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।