বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে ঢাকা প্লাটুনের হয়ে খেলা সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদী ফিরে গেলেন পাকিস্তানে। মূলত ইনজুরির কারণে তিনি পাকিস্তানে ফিরে গেছেন বলে জানা গেছে৷
বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে ঢাকা। ৭ ম্যাচ খেলে ৪টিতে জয় ও ৩টিতে হেরেছে তারা। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে ঢাকা। আফ্রিদীর চলে যাওয়া নিশ্চয়ই ঢাকার জন্য একটি বড় ধাক্কা।
তবে চোট কাটিয়ে ৬ জানুয়ারির মধ্যেই তিনি ফিরবেন আশাবাদ ব্যক্ত করেছে ঢাকা প্লাটুন। ঢাকা প্লাটুন সূত্রে জানা গেছে, ডান পায়ে চোট পেয়েছেন আফ্রিদী। যে কারণে দেশে ফিরে গেছেন তিনি। তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ৬ জানুয়ারির মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ফের যোগ দেবেন ঢাকা প্লাটুনের শিবিরে।
রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ৮ জানুয়ারি রংপুর রেঞ্জার্সের মুখোমুখি হবে ঢাকা। সুস্থ হয়ে উঠলে সে ম্যাচে মাঠে নামবেন আফ্রিদী।
আজকের বাজার/আরিফ