সিলেটে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান। শনিবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এ তথ্য জানান।
এর আগে শনিবার সকাল ৯টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’অভিযান শুরু করে সেনাবাহিনীর একটি কমান্ডো ব্যাটালিয়ান। পাঁচতলা ভবনটিতে ‘অপারেশন টোয়াইলাইট’নামের এ অভিযান শুরু হয়। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ ও সোয়াট টিমের সদস্যরা সহায়তা করছে। সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন অভিযানটি তদারকি করছেন।