রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবদুর রহমান বলেন,বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আর দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তিনি আরও জানান, দেশের ৮টি বিভাগের মধ্যে সিলেট ও ময়সনসিংহ বিভাগের বেশ কয়েক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে।এছাড়া চলতি মাসের ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর বৃষ্টিপাত একটু বাড়তে পারে। তবে পূজার আগেই সারাদেশের বৃষ্টিপাতে পরিমাণ কমে যাবে।
এদিকে দেশের নদীবন্দরগুলোকে দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজকের বাজার : এলকে/এলকে ১৪ সেপ্টেম্বর ২০১৭