রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৫ অক্টোবর বৃহস্পতিবার অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস এমন তথ্য জানান। তিনি বলেন, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা ও ঢাকার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, এ অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এই এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ঘন্টায় ০৮-১২ কি. মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজকের বাজার:এলকে/এলকে ৫ অক্টোবর ২০১৭