সাভারের দক্ষিণপাড়া এলাকায় রবিবার রাতে হত্যার হুমকি দিয়ে এক নারী (৩২) পোশাক শ্রমিককে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক সাভারে একটি পোশাক কারখানায় কাজ করেন। রবিবার রাতে তাকে দক্ষিণপাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে জোর করে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই নারী রাতেই সাভার মডেল থানায় একটি ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্ত ব্যক্তিকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
ধর্ষণকারী ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ।