হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি হত্যা মামলায় চার বছর পলাতক থাকার পর রাসেল মিয়া নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ওই উপজেলার অলিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল মিয়া সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব।
তিনি জানান, ২০১৭ সালে শাল্লায় একটি হত্যা মামলায় আসামি হয় রাসেল মিয়া। সেই থেকে সে শায়েস্তাগঞ্জেই আত্মগোপনে ছিল। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার ভোরে শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, বর্তমানে রাসেল মিয়া শায়েস্তাগঞ্জ থানায় রয়েছে। শাল্লা থানাকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে রাসেলকে তাদের কাছে হস্তান্তর করা হবে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান