মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় সরকার দলীয় সাংসদ আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে শুরু হলো মামলাটির বিচারকাজ।
৬ সেপ্টেম্বর বুধবার সকাল নয়টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে এমপি রানাকে টাঙ্গাইল কোর্টে হাজির করা হয়। বেলা ১১টায় বিচারক এজলাসে উঠে চাঞ্চল্যকর মামলায় আসামিপক্ষের আইনজীবীদের পুনঃ তদন্তের আবেদন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন থেকে অব্যাহতির বিষয়ে শুনানি করেন। পরে আদালত আবেদন দুটি নামঞ্জুর করে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান এমপি রানা ও তার চার ভাইসহ ১৪ আসামির বিরুদ্ধে হত্যা মামলার ৩০২/ ১২০/৩৪ ধারায় অভিযোগ গঠনের আবেদন করেন। পরে বিচারক, তা গ্রহণ করে মামলাটির বিচারকাজ শুরুর নির্দেশ দেন। আগামী ১৮ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন বিচারক।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তাঁর লাশ একটি অটোরিকশায় তুলে শহরের কাছে ফেলে দেয়া হয়।
এ ঘটনায় ফারুক আহমদের স্ত্রী নাহার আহম্মেদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি গোয়েন্দা পুলিশ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদ আমানুর রহমান খান রানাসহ ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় সাংসদের তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান মুক্তি,সাবেক ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সানিয়াত খান বাপ্পাকেও আসামি করা হয়।
এ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন আনিসুল ইসলাম রাজা, কবির হোসেন, সাবেক কমিশনার মাসুদ মিয়া, চান, নুরু, সানোয়ার হোসেন, দাঁতভাঙা বাবু, ফরিদ হোসেন, আবদুল হক ও সমির হোসেন।
এদিকে আদালত চলাকালে ফারুক হত্যা মামলার আসামিদের কঠোর বিচারের দাবিতে আদালতের বাইরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়।
দুপুর ১২টার দিকে এমপি রানাকে টাঙ্গাইল আদালত থেকে কড়া পুলিশ পাহারায় কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
আজকের বাজার:এলকে/এলকে/ ৬ সেপ্টেম্বর ২০১৭