হত্যা মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে শাহাবুদ্দীন নাগরী

এক ব্যবসায়ীকে হত্যার মামলায় কবি ও গীতিকার এ কে এম শাহাবুদ্দীন নাগরীকে পাঁচদিনের পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

এরআগে সোমবার সকালে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে সাবেক এই কাস্টমস কমিশনারকে গ্রেপ্তার করে থানা পুলিশ। পরে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে, শাহাবুদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের জন্য পুলিশী হেফাজতে নেওয়ার অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ওসি আতিকুল ইসলাম।

পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার জানান, গত ১৪ই এপ্রিল এলিফ্যান্ট রোডে ডমইনো অ্যাপার্টমেন্টের একটি ফ্যাটে নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর লাশ পাওয়া যায়।

এ ঘটনায় ওই ব্যবসায়ীর বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে, নিউ মার্কেট থানায় একটি মামলা করেন, যাতে গীতিকার শাহাবুদ্দীন নাগরী এজাহারভুক্ত আসামি।

 

আজকের বাজার রিপোর্ট: এসএ/এলকে/আরআর/১৭.০৪.২০১৭