হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মীম নামের আট বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে।
রোববার (২০ মে) মধ্যরাতে উপজেলার ছাতিয়াইন গ্রামে প্রতিপক্ষের দায়ের কোপে শিশুটি নিহত হয়। নিহত মীম ছাতিয়াইন গ্রামের লাল খাঁর মেয়ে।
খবর পেয়ে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
নিহতের বাবার বরাত দিয়ে মাধবপুর থানার ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক কাওছার আহমেদ বলেন, রোববার দুপুরে আম পাড়া নিয়ে প্রতিবেশী রাশেদ মিয়ার লোকজনের সঙ্গে তাদের ঝগড়া ও মারামারি হয়। এতে রাশেদের বাবা মাসুক মিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। বাবা আহত হওয়ায় প্রতিশোধ নিতে রাশেদ মিয়া দলবল নিয়ে মধ্যরাতে লাল খাঁ বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের দায়ের কোপে শিশু মীম ঘটনাস্থলঁই মারা যায়।
মাধবপুর থানার পরিদর্শক কাওসার আলম জানান, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আজকের বাজার/ এমএইচ