জেলার লাখাই উপজেলায় আজ এডভোকেট মো. আবু জাহির কলেজের ১৭৪ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বই বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির।
কলেজের অধ্যক্ষ মো. রফিক আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ প্রমূখ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান