জেলার চুনারুঘাটে আজ এক অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, আজ ভোর সাড়ে পাচঁটায় চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের পাশে প্রথমে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেক চেষ্টারপর আগুন নিয়ন্ত্রনে আনে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনের সময় দোকানে কোন লোকজন না থাকার, বিষয়টি নিয়ে কেউ বলতে পারছেনা। পরে লোকজন আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
চুনারুঘাট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো.কামাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। (বাসস)