হবিগঞ্জের বাহুবলে অটোরিকশা উল্টে বিল্পব চন্দ্র পাল নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মে) ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশায় মিরপুর থেকে হবিগঞ্জ যাচ্ছিলেন বিপ্লব। পথিমধ্যে সদর উপজেলার সুঘর নামক স্থানে চালকের অদক্ষতার কারণে অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনিসহ কয়েকজন আহত হন।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার ভোররাতে তিনি মৃত্যু হয়।
আজকের বাজার/আরআইএস