হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে মটর মালিক গ্রুপ। রাস্তায় অটোরিকশা দাঁড় করিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তারা বাস চলাচল বন্ধ করে দেন।
শনিবার সকাল থেকে জেলা থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খশুভ্র রায় জানান, শহরের পোদ্দারবাড়ি এলাকায় একটি সিএনজি স্টেশনের সামনে রাস্তায় অটোরিকশা দাঁড় করিয়ে বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। প্রতিনিদিনই এ ভোগান্তি হয়। বিষয়টি বিআরটিসি’র মিটিংয়ে তোলা হলে তাদের সেখানে না দাঁড়ানোর সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে অটোরিকশা সড়ক বন্ধ করেই গ্যাস নেওয়া অব্যাহত রাখায় হবিগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্যাস নেওয়া বন্ধ না হওয়া পর্যন্ত মালিক গ্রুপ বাস চলাচল বন্ধ রাখবে বলে জানান শঙ্খশুভ্র রায়।
এ ব্যাপারে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, বাস চলাচল বন্ধ রাখার বিষয়টি নিয়ে বেলা ১২টার পর মটর মালিক গ্রুপের সঙ্গে বসে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
আজকের বাজার/একেএ/