আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করি স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে ইঁদুর নিধন অভিযান ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ তমিজ উদ্দিন খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ-সরক্ষণ) মোস্তফা ইকবাল আজাদ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আজিজুল হক, অতিরিক্ত পরিচালক (শস্য) মোঃ জালাল উদ্দিন সরকার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন-ইঁদুর জাতীয় শক্র। ইঁদুর কৃষকদের যেমন ফসল বিনষ্ট করছি, তেমনি সরকারের অনেক সম্পত্তিরও ক্ষতি সাধণ করছে। তাই আমাদের সম্মিলত ভাবে ইঁদুর নিধন করতে হবে।
আজকের বাজার/লুৎফর রহমান