হবিগঞ্জে জেলা ইজতেমা অনুষ্ঠানের অনুমতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারীরা।
রোববার, ২৩ ফেব্রুয়ারি সকাল থেকে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় তারা আগামী ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি স্থানীয় সুলতান মাহমুদপুর সংলগ্ন ঝিল মাঠে ইজতেমা অনুষ্ঠানের অনুমতি ও সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর আবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের শূরা সদস্য মো. আবদুল হান্নান, মো. রোকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাজী আমির আলী, কাজী মাসুদ রানা, মো. রজব আলী, মো. মাসুম মাহমুদ, হাফেজ আমিন, মোহাম্মদ ইউসুফ, জহিরুল ইসলাম, আবদুল কদ্দুস, মো. আমিনুল ইসলাম প্রমুখ।
আজকের বাজার/এমএইচ