হবিগঞ্জে ইজিবাইকের চাপায় জয় (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (৬ জুলাই) সকালে হবিগঞ্জের সদর উপজেলার রিচি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহতের নাম জয়। সে ওই গ্রামের ঈশানকোণা এলাকার আকবর মিয়ার ছেলে। জয় স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জয় বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় ব্যাটারিচালিত একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
তাৎক্ষণিকভাবে তার স্বজনরা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, হাসপাতালে পৌঁছার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
আজকের বাজার/এসএম