হবিগঞ্জে কৃষক হত্যায় ১০ জনের ফাঁসি

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক কৃষককে হত্যার দায়ে ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার ৩১ জানুয়ারি দুপুর সোয়া একটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিন এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রমেজ আলী, তরিকুল্লাহ, আবদুর রহমান, আবদুল মান্নান, বাচ্চু মিয়া, আবদুস সালাম, ইউসুফ উল্লাহ, আবদুল মজিদ, আবুল হান্নান ও নসিম উল্লাহ।

আদালত সূত্র জানায়, ২০০১ সালের অক্টোবর মাসে পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজোড় এলাকায় কৃষক আবদুল রাজ্জাককে কুপিয়ে হত্যা করে আসামিরা। এর পর একই দিন নিহতের ছেলে হারুন মিয়া বাদী হয়ে উপজেলা থানায় একটি হত্যা মামলা করেন ২৬ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার বিচারক ১০ জনের ফাঁসির আদেশ দেন।

আব্দুল আহাদ ফারুক জানান, এ মামলায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

আজকের বাজার:এলকে/ ৩১ জানুয়ারি ২০১৮