জেলায় ধানের লাভ জনক মূল্য ও ক্ষুদ্র কৃষকের খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় খানি-খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক বাংলাদেশ এর সহযোগিতায় ও এসডিএম ফাউন্ডেশনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
খাদ্য অধিকার বাংলাদেশ এর জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট ইসমাইল মিয়ার সভাপতিত্বে ও এসডি এম ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং খাদ্য অধিকার কমিটির জেলা সাধারণ সম্পাদক সুব্রত দাস বৈষ্ণবের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন যুগ্ম সচিব মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার সুশান্ত ধর, বানিয়াচং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন-কৃষকরা ধানের ন্যায্য ও সঠিক মূল্য পাচ্ছেন না। কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল সঠিক ভাবে নিধারণ করতে হবে। তা না হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান