হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বিরামচর সাহেববাড়ি জামে মসজিদ মক্তবের পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে এক ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ১০টায় এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম ইতি আক্তার (৬)। ইতি ওই মসজিদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষাকেন্দ্রের শিশু শ্রেণির ছাত্রী এবং পৌরসভার বিরামচর এলাকার চটপট্টি বিক্রেতা আবদুস শহীদের মেয়ে।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, বুধবার সকালে গণশিক্ষাকেন্দ্রের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ইতি। ওই দিন রাত ১০টার দিকে তার পরিবারের পক্ষে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বিরামচর এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
মরদেহের মুখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্তে নেমেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এ ঘটনায় বিরামচর সাহেববাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন এবং মোয়াজ্জিন শামীম আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান।
আজকের বাজার/একেএ