হবিগঞ্জে আকবর আলী (৬৫) নামে এক বৃদ্ধ পিতাকে কুপিয়ে খুন করেছে ছেলে।
সোমবার সকালে হবিগঞ্জের সাতকাহন ইউনিয়নের হরাইটেক গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান,সোমবার পারিবারিক কলহের জেরে পিতার সঙ্গে ছেলে তাজুল ইসলামের (২০) বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর পরিবারের লোকজন অসুস্থ পিতা আকবর আলীকে গোসল করানোর জন্য ঘর থেকে বের করেন।
এ সময় ক্ষুব্ধ তাজুল ধারালো বঁটি দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এ সময় আকবর আলীর অন্য ছেলে মনির মিয়া (১৭) তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে। পরে স্বজনরা গুরুতর আহতাবস্থায় আকবর আলী ও মনিরকে প্রথমে বাহুবল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন বুধবার সকালে আকবর আলী মারা যান।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। ঘাতক তাজুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আজকের বাজার/আরজেড