হবিগঞ্জ জেলার সদর উপজেলা ও শায়েস্তাগঞ্জ উপজেলার ছয়জন ক্যান্সার আক্রান্ত রোগিকে আজ ৫০ হাজার করে মোট তিন লাখ টাকা সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।
“ক্যান্সার, কিডনী, লিভার-সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগির আর্থিক সহায়তা” কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর এ সহায়তা প্রদান করেছে।
বুধবার দুপুরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রোগী ও তাদের স্বজনদের হাতে চেক হস্তান্তর করেন।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জালালউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
সহায়তাপ্রাপ্ত রোগীরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া গ্রামের নূরুল ইসলামের পুত্র আবুল কালাম, সদর উপজেলার বারাপইল গ্রামের আরছর উল্লার পুত্র আরিফ মিয়া, পইল ফুলবাড়ি এলাকার আইয়ুব আলীর কন্যা হেনা আক্তার, রিচি গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী ফুল বানু, ছোট বহুলা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী মারিয়া আক্তার ও চরগাঁও গ্রামের দোলা মিয়ার পুত্র ছাদিকুর রহমান।
অনুষ্ঠানে সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান