হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলজংশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ফয়জুন্নেছা (৫০)। নিহত ফয়জুন্নেছা মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার মৃত ছামির উদ্দিনের স্ত্রী।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান জানান, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসে করে কুলাউড়া যাচ্ছিলেন ফয়জুন্নেছা। পথিমধ্যে পারাবত শায়েস্তাগঞ্জ জংশনে পৌঁছলে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেসও সেখানে পৌঁছে।
এ সময় ফয়জুন্নেছা ট্রেন থেকে নেমে জংশনে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য এটিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আজকের বাজার/একেএ