হবিগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ডাকাতির পরিকল্পনা করার সময় দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ জুলাই) দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার তুলসীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম (২৩), কালিকাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রবিন (২০) ও কমলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে জাকির হোসেন (১৮)।

মাধবপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাওছার আলম জানান, রোববার রাতে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদ পেয়ে ওসি চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালায়।

এ সময় ওই ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ধারালো রামদা, দুটি বড় ছোড়া ও ফিকল উদ্ধার করা হয়।

মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান এ বিষয়ে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

আজকের বাজার/একেএ