হবিগঞ্জে বানিয়াচং উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর পার্শ্ববর্তী একটি পুকুর থেকে পাওয়া গেল দুই চাচাতো ভাইয়ের লাশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বল্লবপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলেন- বল্লবপুর গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তার চাচাতো ভাই তোফাজ্জল মিয়ার ছেলে তায়েব মিয়া (৫)।
বড়ইউড়ি ইউপি মেম্বার মনিরুজ্জামান মনু মিয়া জানান, সোমবার বিকাল থেকে ওই দুই শিশু নিখোঁজ ছিল। ওইদিন অনেক খোঁজাখুঁজির পরও শিশুদের পরিবার ও আত্মীয় স্বজন তাদের কোনো সন্ধান পায়নি। পরে আজ (মঙ্গলবার) সকালে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখে তারা।
আজকের বাজার/লুৎফর রহমান