হবিগঞ্জে পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের রফিক মিয়ার ছেলে শফিক (৫) ও একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইমান উদ্দিন (৬)।

স্থানীয়রা জানান, খেলা করতে গিয়ে তারা দুপুরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজেও পরিবারের লোকজন তাদের সন্ধান পায়নি। এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, পরিবারের সদস্যদের অগোচরে ওই দুই শিশু বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়। দুপুরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আজকের বাজার/একেএ