হবিগঞ্জে প্রবাসী হত্যায় বাবা-ছেলেসহ চার জনের ফাঁসি

হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রবাসী যুবককে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় বাবা-ছেলেসহ চার জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

২৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার কাশিকান্দি গ্রামের আরজু মিয়া, তাঁর ভাই রফিকুল ইসলাম, তৈয়ব আলী ও তার ছেলে সফর উদ্দিন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালেরর পাঁচ অক্টোবর আসামিরা একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে দুবাই প্রবাসী ফুল মিয়া (২৫) কে হত্যা করে লাশ পাশ্ববর্তী জমিনে ফেলে রাখে।

এ ঘটনার পর নিহতের বড় ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত ২০ জনে সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

আজকের বাজার : এলকে/এলকে ২৭ সেপ্টেম্বর ২০১৭