হবিগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক বজ্রপাতে আজিম উদ্দিন ও শাহিন মিয়া  নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা যথাক্রমে উপজেলার মকা গ্রামের ছাইম উল্লা ও বল্লভপুর গ্রামের তাহির মিয়ার ছেলে।

বুধবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বানিয়াচং উপজেলার মকার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক আজিম উদ্দিনের মৃত্যু হয়। অপরদিকে, উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের রোকন দিয়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে শাহিন মিয়ার মৃত্যু হয়।

মকার হাওরে বজ্রপাতের ঘটনায় আহত হয়েছে আরও দুই কৃষক। এরা হলেন- মকা গ্রামের আছকির মিয়া ও আব্দুল হেকিম। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী জানান, সকাল থেকেই রোদ্রোজ্জল আবহাওয়ায় কৃষকরা হাওরে যান ধান কাটতে। কোনো রকম বৃষ্টি এবং ঝড় না থাকলেও সকাল সাড়ে ১১টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আজিম উদ্দিন মারা যান। তার সাথে থাকা অপর দুইজন আহত হয়েছেন।

বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, বুধবার সকাল থেকেই রোদ্রোজ্জল আবহাওয়ায় কৃষকরা হাওরে যায়। সাড়ে ১১টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আজিম উদ্দিন মারা যায়। এতে আহত হয় আরও দুইজন। তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএম/