হবিগঞ্জের বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছে।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সিএনজি অটোরিকশা চালক ফরহাদ মিয়া এবং অটোরিকশার যাত্রী নূর আলী।
স্থানীয়রা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে শ্যামলী পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।
পরে ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার/আরজেড